মোঃ আব্দুল মজিদ খান এমপি
বানিয়াচং

মোঃ আব্দুল মজিদ খান (জন্ম: ৩১ ডিসেম্বর ১৯৫৪) তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল হাসিম খান এবং মাতা ছালেমা খাতুন। বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ,২৪০ নং (হবিগঞ্জ-২) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন।