হবিগঞ্জ ইনফোতে আপনাকে স্বাগতম

হবিগঞ্জ ইনফো হবিগঞ্জের প্রথম ও একমাত্র বেসরকারি তথ্য ভান্ডার। আমাদের মূল লক্ষ্য সমগ্র হবিগঞ্জকে হাতের মুঠয় নিয়ে আসা। হবিগঞ্জ ইনফো সংগ্রহ করছে হবিগঞ্জের আনাচে কানাচে পরে থাকা সকল তথ্য। রক্তদাতাদের তালিকা, সমাজ সেবী, আইনজীবী, ডাক্তার, রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধাদের আত্মজীবনী, হবিগঞ্জের দর্শনীয় স্থান, ভাষা সৈনিকদের কথা, হবিগঞ্জের মনিষীদের আত্মত্যাগের গল্প সহ  পরোপকারীদের বিভিন্ন কর্মকান্ডে জরিত সকলের ফোন নাম্বার, সহ সকল তথ্য। সূফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দীন (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম। একটি পাতা দুটি কুঁড়ির চির সবুজ চা বাগান, দিগন্ত বিস্তৃত হাওড় এবং জীববৈচিত্রে ভরপুর ঘন বনাঞ্চল এই জনপদকে একটি আলাদা স্বত্বায় দাঁড় করিয়েছে। ২৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলার উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা এবং পশ্চিমে ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা। ১৯৮৪ সালের ০১ মার্চ হবিগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করার পর থেকে এ জেলার জেলা প্রশাসন জেলাবাসীদের সেবা দিয়ে আসছে। তথ্য প্রযুক্তির যুগে সেবার মান এবং গতিশীলতার জন্য হবিগঞ্জ ইনফো এ ওয়েবসাইট চালু করার উদ্যোগ নিয়েছে। আশা করি প্রবাসী অধ্যুষিত এ জেলার অধিবাসীগণ এতে অনেক উপকৃত হবেন। এই বাতায়নে সন্নিবেশিত তথ্য, মানচিত্র ও ছবি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী বিভাগ/দপ্তর ও জেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দের কাছে থেকে সংগ্রহ করা হয়েছে। কারিগরী ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তথ্য সন্নিবেশনকালে অনেক অনিচ্ছাকৃত ভূলক্রটি থাকতে পারে। সেজন্য হবিগঞ্জ ইনফো আন্তরিকভাবে দু:খপ্রকাশ করছে। যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, তাই ক্রমাগতভাবে এই তথ্য হবিগঞ্জ ইনফোতে হালনাগাদকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যে কোনো ধরণের ক্রটি সংশ্লিষ্ট পাঠকের গোচরীভূত হলে কিংবা কোনো পরামর্শ থাকলে হবিগঞ্জ ইনফোর ই-মেইল এ প্রেরণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিনয়ের সাথে অনুরোধ করা হল। আমাদের পাশে থেকে তথ্য দিয়ে আমাদের তথ্য ভান্ডারকে পরিপূর্ণ করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি ।