ড. মোঃ ফরাশ উদ্দিন
মাধবপুর

ড. মোঃ ফরাশ উদ্দিন (১৯৪২-) জন্মস্থান- মাধবপুরহবিগঞ্জ

তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করেঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি। বর্তমানে তিনি বাংলাদেশ উন্নয়ন পরিষদের সভাপতি দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সংস্থায় জড়িত আছেন। অর্থনীতি, শিক্ষা, সামাজিক কর্মকান্ড ও জাতীয় নীতি নির্ধারণে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর হবিগঞ্জের কৃতি সন্তান ড. মোহাম্মদ ফরাশ উদ্দিনকে খান বাহাদুর আহছান উল্লাহ্ স্বর্ণপদক ২০১৩ প্রদান করা হচ্ছে। ঢাকা আহছানিয়া মিশন আজ আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করবে। এ উপলক্ষে আহছান উল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে ড. মোহাম্মদ ফরাশ উদ্দিনের হাতে স্বর্ণপদক তুলে দিবেন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন। ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সমকালীন কৃতি ব্যক্তিত্বদের প্রতিভা ও অবদানের স্বীকৃতি প্রদান এবং মিশন প্রতিষ্ঠাতা হযরত খান বাহাদুর আহছান উল্লাহ্ (রঃ)-এর জীবন ও কর্ম সম্পর্কে পরিচিতির লক্ষ্যে ঢাকা আহছানিয়া মিশন ১৯৮৬ সাল থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ের একজন কৃতি ব্যক্তিত্বকে খান বাহাদুর আহছান উল্লা স্বর্ণপদক প্রদান করে আসছে। তারা আশা করেন হবিগঞ্জের এই কৃতি সন্তান দেশ ও জাতির উন্নয়নে আরো বেশি অবদান রাখবেন।