মোক্তাদির ইবনে ছালাম
হবিগঞ্জ সদর
মোক্তাদির ইবনে ছালাম
হবিগঞ্জ জেলার একমাত্র চলচ্চিত্র নির্মাতা যিনি ২০১৬ সাল থেকে বাংলাদেশ পরিচালক সমিতি’র (বিএফডিসি) সদস্যপদ লাভ করেছেন । এর আগে তিনি টেলিভিশন নাটকের নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টর গিল্ড’ এর সদস্য পদ লাভ করেন ।
হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফি আবাসিক এলাকার সন্তান মোক্তাদির ইবনে ছালাম ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। বর্ণমালা খেলাঘর আসর থেকে তার সাংস্কৃতিক চর্চ্চা শুরু, তারপর হবিগঞ্জের ঐতিহ্যবাহি নাট্যসংগঠন ‘ খোয়াই থিয়েটার পরবর্তীতে নাট্যসংগঠন ‘নাট্যমেলা’য় নাট্যচর্চ্চা শুরু করেন। মঞ্চনাটকের নির্দেশক সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা’র কাছ থেকেই শিখেছেন মঞ্চ নাটকের নির্দেশনা। নাট্যমেলার প্রযোজনায় অসংখ্য নাটক তিনি নির্দেশনা দিয়ে প্রসংশিত হয়েছেন।

ঐতিহ্যবাহী হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, বৃন্দাবন সরকারী কলেজ, পরবর্তীতে ঢাকা ফিল্ম ইনষ্টিটিউট থেকে ‘ফিল্ম ও ভিডিও মেকিং’ উপর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের একমাত্র সরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠান জাতীয় গনমাধ্যম ইনষ্টিটিউট এ চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কোর্স সফলতার সহিত সম্পন্ন করেন।
২০০১ সাল থেকে তিনি টিভি মিডিয়ায় কাজ শুরু করেন । নির্মাতা আশরাফুল আলম রিপনের হাত ধরেই তিনি টিভি মিডিয়ায় কাজ শুরু করেন । তারপর তিনি একে একে সালাহউদ্দিন লাভলু, তারেক এনাম খান, রুলিন রহমান, সতির্থ রহমান রুবেল, মুরাদ পারভেজ, সুভাষ পাল কানু, নিমা রহমান, সম্পা রেজা সহ অসংখ্য নির্মাতাদের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
২০০৯ সালে জনপ্রিয় টিভি চ্যানেল আর টিভি’র ২১শে ফেরুয়ারীর বিশেষ নাটক ‘ মরীচিকা এবং একটি বাংলা রাত’ দিয়ে তার একক নির্মাতা হিসেব আতœপ্রকাশ করেন। তারপর থেকে তিনি নিয়মিত নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, টিভি বিজ্ঞাপন, অনলাইন বিজ্ঞাপন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণ করে আসছেন যা প্রচার হচ্ছে দেশের বিভিন্ন চ্যানেলে । ২০১৬ সালে তার ১ম চলচ্চিত্র ‘‘ রঙ্গের দুনিয়া’ মুক্তি পায়, যা বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ইতিমধ্যে তিনি ‘হাওর কন্যা’ নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সম্পূন্ন সিলেটিভাষায় ‘‘ কিলা আছইন’ নামের আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। তাছাড়া তিনি টিভি বিজ্ঞাপনের মডেল, মিউজিক ফিকশনের মডেল এবং বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন যা বিভিন্ন টেলিভিশনে প্রচার হয়েছে,

মোক্তাদির ইবনে ছালাম হবিগঞ্জসহ দেশের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত । তিনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র কর্মীদের সংগঠন "সিনেমাতাল" এর। প্রায় ৩৪টি জেলায় এই সংগঠনের কার্যক্রম অব্যাহত রয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ ফিল্ম ক্লাবের। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী, সুর বিতান ও হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদেন সদস্য । তাছাড়া সিলেট ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিবলের জুড়ি বোর্ডের দায়িত্ব পালন করছেন গত ৫ বছর যাবত। চলচ্চিত্রের স্বীকৃতি স্বরুপ তিনি বিভিন্ন পদক অর্জন করেছেন।
ব্যক্তি জীবনে মোক্তাদির ইবনে ছালাম দুই সন্তানের জনক। স্ত্রী সরকারী চাকুরীজীবি হোসনে আরা লুবনা, দুই ছেলে মারশাদ মোক্তাদির ও আরহাম মোক্তাদির ।