রোটারী ক্লাব অব হবিগঞ্জ বন্ধুত্বের শক্ত বাঁধনে জড়ানো একটি সংগঠন। আন্তর্জাতিক ভাবে পরিচালিত সেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠান রোটারী ইন্টারন্যাশনালের একটি অংশ হিসেবে হবিগঞ্জে আর্তমানবতার সেবা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছে এই ক্লাব। সারা বিশ্বের বিভিন্ন রোটারী ক্লাবের ন্যায় হবিগঞ্জেও রোটারী ক্লাব পরিচিত ক্লাব। হবিগঞ্জ রোটারী ক্লাব বিভিন্ন জাতীয় দিবস পালন, বৃক্ষরোপন কর্মসূচী, ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশনের ফ্রি ক্যাম্প, বর্বরতার শিকার শিশুকে আর্থিক সহায়তা,দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ,স্যানিটারি সামগ্রী বিতরন, শিক্ষা সহায়তা প্রকল্প, শিক্ষাবৃত্তি প্রদান, বীর মুক্তিযুদ্ধা সম্মাননা, শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা, পোলিও নির্মূল কার্যক্রম, ম্যাথ ক্যাম্প, ম্যাথ অলিম্পিয়াড, নতুন প্রজন্মের চিন্তাভাবনা নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও ক্লাবের নিয়মিত সভা, ক্লাব এসেম্বলী, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে যোগদান, শোক প্রস্তাব, জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন, পারিবারিক মিলনমেলা, ফল উৎসব, ডিস্ট্রিক্ট কনফারেন্স, ডিস্ট্রিক্ট এসেম্বলী সহ আরও অনেক কার্যক্রম পরিচালনা করছে। রোটারী ক্লাব অব হবিগঞ্জের বর্তমান প্রেসিডেন্ট রোটারীয়ান জগদীশ চন্দ্র মোদক পিএইচএফ ও সেক্রেটারী রোটারীয়ান ডাঃ এসএস আল-আমীন সুমন।
© Habiganj Info. All Rights Reserved by Fileky