আবু সালেহ আহমদ এর জন্ম ১৯৬৮ সালের ২২ শে ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ গ্রামের শেখের মহল্লায়, ৯২ সালে সিলেট সরকারি কলেজ থেকে তিনি বিসিএস অর্জন করেন। পিতা মরহুম শেখ গোলাম মওলা, মাতা- হাজেরা বেগম, স্ত্রী-রুখসানা বেগম, ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে তার পরিবার।
প্রতিশ্রুতিশীল লেখক আবু সালেহ আহমদ আশির দশকে ‘মনন’ নামে একটি অনিয়মিত সাহিত্য সাময়িকী প্রকাশের মাধ্যমে নিয়োজিত হন সামাজিক, সংস্কৃতি ও সাহিত্যমূলক কর্মকান্ডে এখনো সংশ্লিষ্ট রয়েছেন এ পথেই।
© Habiganj Info. All Rights Reserved by Fileky
Thanks! I will try to please you with interesting content. Valry Arturo Andriana