আবু সালেহ আহমদ

Spread the love

আবু সালেহ আহমদ

আবু সালেহ আহমদ এর জন্ম ১৯৬৮ সালের ২২ শে ফেব্রুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ গ্রামের শেখের মহল্লায়, ৯২ সালে সিলেট সরকারি কলেজ থেকে তিনি বিসিএস অর্জন করেন। পিতা মরহুম শেখ গোলাম মওলা, মাতা- হাজেরা বেগম, স্ত্রী-রুখসানা বেগম, ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে তার পরিবার।

প্রতিশ্রুতিশীল লেখক আবু সালেহ আহমদ আশির দশকে ‘মনন’ নামে একটি অনিয়মিত সাহিত্য সাময়িকী প্রকাশের মাধ্যমে নিয়োজিত হন সামাজিক, সংস্কৃতি ও সাহিত্যমূলক কর্মকান্ডে এখনো সংশ্লিষ্ট রয়েছেন এ পথেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Habiganj Info. All Rights Reserved by Fileky