দেওয়ান ফরিদ গাজী এম পি
জন্ম-মৃত্যু : ১৯২৪-২০১১

দেওয়ান ফরিদ গাজী এমপি (১৯২৪-২০১১)
জন্মস্থান- দেবপাড়া, হবিগঞ্জ।
  • ৫২ এর ভাষা আন্দোলনে তিনি স্ক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি ৪ ও ৫ নং সেক্টরের এড্যাওমিনিস্ট্রেড ও এডভাইজার ছিলেন। সিলেট বিভাগ আন্দোলনের তিনি ছিলেন নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিত্ব। তিনি ১৯৭০,১৯৭৩,১৯৯৬,২০০১ এবং ২০০৮ সালে পরপর ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
  • জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক ও মহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনের ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্ঠা এবং প্রশাসনিক চেয়ারম্যান ৫ বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সিলেটের মাটি ও মানুষের নেতা কিংবদন্তি জননেতা দেওয়ান ফরিদ গাজী এমপি। হবিগঞ্জ-1 আসনের সংসদ সদস্য ও দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)।