সৈয়দ সুলতান

habiganj info
Spread the love

সৈয়দ সুলতান (১৫৫০-১৬৪৮)

জন্মস্থান – লস্করপুর, হবিগঞ্জ।

  • মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম মহাকবি সুলতান একাধারে কবি, সৈনিক, সুফীসাধক ও শাস্ত্রবেত্তা ছিলেন। তার শ্রেষ্ঠ ও বৃহত্তম কবিকীর্তি হচ্ছে ‘নবীবংশ’ . সৈয়দ সুলতান শিষ্যদের সুফীতত্ত্ব সংক্রান্ত জ্ঞান বিতরনের জন্য সুফীতত্ত্ব বিষয়ক বেশ কিছু গান রচনা করেছেন। জ্ঞান প্রদীপ, মারফতি জ্ঞান, রসুল বিজয়, শবে মেরাজ, জ্ঞান চৌতিশা, পদাবলী প্রভৃতি তাঁর অন্যান্য সাহিত্যকর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Habiganj Info. All Rights Reserved by Fileky