প্রখ্যাত রম্য সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ১৯০৪ খ্রীষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর পিতার তৎকালীন কর্মস্থল আসামের করিমগঞ্জে জম্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরপুর প্রামে। পিতা সৈয়দ সিকান্দর আলী ও মাতা বেগম আমাতুল মান্নান । সৈয়দ মুজতবা আলী ১৯২৬ সালে বিশ্বভারতীর প্রথম ব্যাচের এবং বাহির থেকে আসা প্রথম ছাত্র হিসাবে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি, কলকাতা বিশ্ববিশ্ববিদ্যালয়, শান্তি নিকেতন, আলীগড় বিশ্ববিদ্যালয়, মিশরের আল-আজাহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। ১৯২৭ খ্রি. তিনি আফগানিস্তানের শিক্ষা বিভাগে চাকুরী নেন এবং ১৯৩২ খ্রি. জার্মানীর বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। সৈয়দ মুজতবা আলী কলকাতা বিশ্ববিদ্যালয় , বারুদা কলেজ ও বিশ্ব ভারতীতে অধ্যাপনা ছাড়াও বগুড়ার আযিযুল হক কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি ইন্ডিয়া কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সচিব ও আকাশবানীর স্টেশন ডিরেক্টর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বের ১৫টি ভাষা আয়ত্ব করেছিলেন। ভ্রমণ করেছেন অনেক দেশ। অবিশ্বাস্য, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, দেশ বিদেশ, শবনম, ধুপছায়া, ময়ুরকন্ঠী, মুসাফির তার কালজয়ী রচনা। তিনি ১৯৭৪ খ্রি. ১৯ ফেব্রুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন । ঢাকা আজিমপুর কবরস্থানে শহীদ বরকত এর কবরের পাশে তাঁর সমাধি রয়েছে।