বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন (জন্ম ১ মার্চ ১৯৪০) বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং ১৪-তম প্রধান বিচারপতি।
সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে হবিগঞ্জ জেলার লস্করপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ মুমিদুল হোসেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
© Habiganj Info. All Rights Reserved by Fileky