শেখ ভানু (১৮৮৯-১৯১৯)

Spread the love

Shekh bhanu-shah-mazazar habiganjশেখ ভানু (১৮৮৯-১৯১৯)

জন্মস্থান- ভাদিকরা, লাখাই, হবিগঞ্জ।

  • ‘নিশীতে যাও ফুল বনে’ গানের রচয়ীতা মরমী সাধক, লেখক, কবি, তত্ত্ব কথার উদ্ভাবক ছিলেন তিনি। তিনি অনেক মরমী গান এর  রচয়ীতা মরমী সাধক, লেখক, কবি, তত্ত্ব কথার উদ্ভাবক ছিলেন তিনি।  “নিশিথে যাইও ফুল বনে” গানের রচয়িতা মরমী সাধক লেখক কবি তত্ত্ব কথার উদ্ভাবক শেখ ভানু শাহ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকাড়া গ্রামে ১৮৪৯ খ্রিঃ জন্মগ্রহণ করেন । পেশায় বেপারি ভানু শাহ মেঘনা নদীতে ধানের নৌকা নিয়ে গন্তব্যে যাওয়ার সময় দেখেন একটি মৃত দেহের উপর বসে কাক লাশের চোখ ঠুকরিয়ে খাচ্ছে । এ দৃশ্য দেখে তিনি জগৎ সংসারের মায়া মমতা ও মোহ ত্যাগ করে আল্লাহর পথে গৃহত্যাগী হয়ে যান । রচনা করেন অনেক আধ্যাত্মিক পংক্তিমালা । ১৯৩৩ খ্রি কলকাতায় বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে মরমী কবিদের মধ্যে যে চারজনকে দার্শনিক হিসাবে উল্লেখ করেন তাঁরা হলেন লালন শাহ, শেখ ভানু শাহ, শেখ মদন শাহ ও হাসন রাজা । তিনি ১৯১৯ খ্রিঃ ইন্তেকাল করেন । তিনি এলাকায় একজন সাধক পীর হিসাবে সম্মানিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Habiganj Info. All Rights Reserved by Fileky