রত্নগর্ভা মা সৈয়দা সিরাজুন্নেসা

Spread the love

রত্নগর্ভা মা

সৈয়দা সিরাজুন্নেসা

চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামের কৃতি সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের নাক-কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর মা সৈয়দা সিরাজুন্নেসা November, 10, 2017 শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃতুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমা সিরাজুন্নেসা সাবেক রেঞ্জ কর্মকর্তা মৃত নাছির উদ্দিন তরফদার-এর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ছেলেদের মধ্যে শহিন তরফদার এডিশনাল এএসপি (এস বি) তে কর্মরত রয়েছেন, মাহিন তরফদার হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তুহিন তরফদার যুক্তরাজ্যে ব্যবসা করে আসছেন, আরিফ তরফদার ঢাকায় ব্যবসা করে করছেন, ইমন তরফদার যুক্তরাজ্য বসবাসরত। দুই মেয়ে নাহিদা তরফদার ও ফাহমিদা তরফদার যুক্তরাষ্ট্রে বসবাসরত। কামরুল হাসানের চাচাত ভাই, আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটার সহকারী প্রধান শিক্ষক ও দৈনিক সমকাল এর চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক আহমেদ তরফদার মাসুম জানান,  মুরারবন্দ মাজার প্রাঙ্গণে  দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Habiganj Info. All Rights Reserved by Fileky