মোদারিছ আলী টেনু

Spread the love

খড় দিয়ে বানানো হলো ১২ হাজার বর্গফুট পতাক

হবিগঞ্জ প্রতিনিধি, ১৬ ডিসেম্বর ২০২১,

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জের একটি গ্রামে খড় দিয়ে বানানো ১২ হাজার বর্গফুটের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে । বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার পইল বড়পোতা মাঠে স্থানীয় মোদারিছ আলী টেনুর উদ্যোগে পতাকা প্রদর্শন করা হয়। পতাকাটি দেখতে মাঠে জড়ো হয় এলাকাবাসী। স্থানীয়রা জানায়, দুই দিনে ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থীসহ ২৫ জন পতাকাটি তৈরি করেন। এতে ব্যবহার করা হয়েছে ধানের খড়। মোদারিছ আলী টেনু জানান, সুবর্ণজয়ন্তীতে বিজয়ের আনন্দকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পেরে গর্ববোধ করছি।  তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য পতাকা প্রদর্শনীর আয়োজন করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Habiganj Info. All Rights Reserved by Fileky