বাংলাদেশ শিশু একাডেমি হবিগঞ্জ জেলা শাখা
জাতীয় শিশু টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখা দেশব্যপী ৬৪ জেলায় বিস্তৃত জাতীয় শিশু টাস্কফোর্সের শাখা। ২০০৬ সালে মানিকগঞ্জের কৈঠায় জাতীয় শিশু টাস্কফোর্সের রুপকল্প তৈরি করা হয়। এবং ঐ বছরই সারাদেশে বাংলাদেশ শিশু একাডেমি ও সেভ দ্য চিলড্রেন জাতীয় শিশু টাস্কফোর্স যাত্রা শুরু করে। হবিগঞ্জের ২০০৬ সালের ২৮ শে সেপ্টেম্বর জাতীয় শিশু টাস্কফোর্স যাত্রা শুরু করে। সারাদেশে জাতীয় শিশু টাস্কফোর্স শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। হবিগঞ্জেও জাতীয় শিশু টাস্কফোর্সের জেলা শাখা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। হবিগঞ্জ এনসিটিএফ এ শিশু গবেষক, শিশু সাংবাদিক ও শিশু সহায়ক রয়েছে যারা হবিগঞ্জের শিশুদের সার্বিক শিশু অধিকার পরিস্থিতির পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও প্রতিবেদন তৈরি করে কর্তৃপক্ষের কাছে দাখিল করে। এছাড়াও হবিগঞ্জ এনসিটিএফ ‘সম্ভাবনার বার্তা’ নামে চতুর্মাসিক মুখপত্র প্রকাশ করে। হবিগঞ্জ জেলা পরিষদে এর প্রথম নির্বাচনে নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি হন মাজহারুল আলম পাভেল এবং সহ-সভাপতি তাসনীভ জান্নাত পুনম ও সাধারন সম্পাদক দেওয়ান মুনতাসীর রহমান সপ্নীল। ২০০৯ সালের ১০ ডিসেম্বর এর দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং শেষ গত ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারী নির্বাচনে নির্বাচিত বর্তমান সভাপতি মোঃ আব্দুল জব্বার চৌধুরি রাজীব, সহ-সভাপতি নবনীতা দাশ ও সাধারন সম্পাদক ইফতেখার আহমেদ ফাগুন।জাতীয় শিশু টাস্কফোর্স হবিগঞ্জ জেলা শাখার বর্তমান সদস্য ২৩৭জন যার মধ্যে ৯৭ জন ছেলে ও ১৪০ জন মেয়ে।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ হবিগঞ্জের ৫ সদস্য বিশিষ্ট স্কুল কমিটি রয়েছে।
যোগাযোগঃ
এনসিটিএফ হবিগঞ্জ সচিবালয়
বাংলাদেশ শিশু একাডেমি হবিগঞ্জ জেলা শাখা
© Habiganj Info. All Rights Reserved by Fileky