মেজর জেঃ (অবঃ) এম,এ,রব
জন্ম-মৃত্যু : ১৯১৯-১৯৭৫

মেজর জেঃ (অবঃ) এম,এ,রব (১৯১৯-১৯৭৫) জন্মস্থান- খাগাউড়া, বানিয়াচং, হবিগঞ্জ।
•   মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক মেজর জেঃ এম,এ, রব মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন। ৭০ ও ৭৩ এর নির্বাচনে এম,পি নির্বাচিত হন। ১৯৭৫ এ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এম. এ. রব ১৯১৯ খ্রি. ১ জানুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেট এমসি কলেজ ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে ১৯৪৩ খ্রি. ব্রিটিশ সেনাবাহিনীতে কমিশন্ড লাভ করেন। তিনি আরাকান সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। তিনি ইন্দোনেশিয়ায় ব্রিটিশ সেনাবাহিনী ইউনিটে কমান্ডার হিসাবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন । তিনি ভারত বিভাগের পূর্ব পর্যন্ত দিল্লী সেনানিবাসে কর্মরত ছিলেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীর স্টাফ মেজর, ডেপুটি এসিটেন্ট এডজুটেন্ট, লেঃ কর্ণেল, কোয়ার্টার মাস্টার জেনারেল পদেও ছিলেন। তিনি ১৯৭০ খ্রি. সেনাবাহিনী হতে অবসর গ্রহণ করে রাজনীতিতে যোগ দেন এবং ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে বানিয়াচং-নবীগঞ্জ-আজমিরীগঞ্জ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ খ্রি. মুজিবনগর সরকার গঠিত হলে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম চীফ অব স্টাফ ও মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন-কমান্ডের দায়িত্ব দেয়া হয়। মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে বীরোত্তম খেতাবে ভূষিত এবং মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। ১৯৭৩ সালের নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন । ১৯৭৫ সালে কমনওয়েলথ সম্মেলনে এম. এ. রব বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৯৭৫ খ্রি. ১৪ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। অকৃতদার এম. এ. রব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় চিরশায়িত আছেন।