ডাঃ আবুল হোসেন চৌধুরি
জন্ম-মৃত্যু : ১৯০৮-১৯৭৪

ডাঃ আবুল হোসেন চৌধুরি

(১৯০৮-১৯৭৪) জন্মস্থান- দেবপাড়া, নবীগঞ্জ, হবিগঞ্জ।

ডাঃ আবুল হোসেন চৌধুরি
১৯৩১ সালে আসামের ডিরুগড হোয়াইট হল থেকে এলএমপি পাস করেন। ১৯৪৩ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং এ ম্যালেরিয়ার মতো এক প্রকার জ্বরের প্রাদুর্ভাব ঘটে। ১৯৪৪ সালে তিনি গবেষনা ও পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নেন এটা সিবেপ্রু স্পাইনান ফিভার। পরবর্তীতে এটি স্বীকৃতি পায়, সিবেপ্রু স্পাইনান ফিভার এর অব্যর্থ ঔষধ মেন সেরা হোসাইনি।